নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্য নিয়েই রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অনেক দল সংসদের বিভিন্ন আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। নির্বাচন কমিশনও আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু করেছে। ফ্যাসিবাদমুক্ত নতুন পরিবেশে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ঘরে-বাইরে আগ্রহের কমতি নেই। বিশেষ করে নবীন ভোটার, যারা এবারই প্রথম ভোট দেবেন অথবা ফ্যাসিস্ট আমলের নির্বাচনগুলোতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা মুক্ত পরিবেশে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষেও বলা হচ্ছে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক এ নির্বাচন হবে ঐতিহাসিক। কিন্তু নির্বাচন সামনে রেখে নানান খেলা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর ঘরোয়া বিরোধ সুকৌশলে উসকে দেওয়া হচ্ছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মিত্ররা ইতোমধ্যে নিজেদের নির্বাচনি প্রতিদ্বন্দ্বী ভেবে নিয়ে পরস্পরকে বাণবিদ্ধ করতে শুরু করেছে। কোথাও অনাকাঙ্ক্ষিত নৃশংস হানাহানির ঘটনাও ঘটছে। পাশাপাশি কিংস পার্টি এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠরা রাজনীতির ময়দান চষে বেড়াচ্ছেন। এ সময়ও ছোট-বড় নানান ঘটনা-দুর্ঘটনা ঘটছে। নির্বাচন যখন অদূরে, ঠিক তখন দেশের বিভিন্ন স্থানে ঘটে গেছে কিছু বড় নাশকতার ঘটনা। নিঃসন্দেহে এসব পূর্বপরিকল্পিত। এ অবস্থায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি আসন্ন নির্বাচন ও প্রাক-নির্বাচন পরিবেশ নিয়ে সন্দেহ-সংশয় প্রকাশ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তের কারণে যেন চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কি না, সে বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। সরকারের প্রতিশ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো মতলবি মহল কালক্ষেপণ করতে চাইছে কি না, সে বিষয়েও সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি নেতার মতো দেশের রাজনৈতিক সচেতন মহলও মনে করে, ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগ ও চর্চার কোনো বিকল্প নেই। সুতরাং নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছ ও সাহসী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য সুস্পষ্ট হলে রাজনৈতিক দল ও জনগণ সরকারের পাশে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবে না। আর ফ্যাসিবাদ পুনর্বাসনের কোনো সুুযোগও পায় না কোনো অপশক্তি।
শিরোনাম
- জাকের-শামিমের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারলো না বাংলাদেশকে
- শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- এমবাপের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের চতুর্থ টানা জয়
- বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
- ওমানে দেওয়াল ধসে ফটিকছড়ির ঠিকাদারের মৃত্যু
- নিজের দেশে ফিরে যাও: যুক্তরাজ্যে শিখ নারীকে ধর্ষণের পর বর্ণবাদী মন্তব্য
- যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জিএস মাজহারুল
- ‘কুলি’তে ক্যামিও নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার আমিরের
- গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার
- নতুন কোনো ফ্যাসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না: মামুনুল হক
- জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু?
- নাইক্ষ্যংছড়িতে এসিড নিক্ষেপ: গৃহবধূর মৃত্যু
- কুষ্টিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলার আয়োজন
- জেলা প্রশাসনের সহকারীরা সূর্যের মতো কাজ করে: চট্টগ্রাম ডিসি
- সাংবাদিক জাকারিয়া চৌধুরীর পিতার দাফন সম্পন্ন
- সুন্দরবনে নদীর স্রোতে ভেসে গেল মাদরাসা ছাত্র
- ফাজিল পরীক্ষার ফল সোমবার
- দিনাজপুরে স্পীড ব্রিডিং কর্মশালা: অতিদ্রুত গমের জাত উদ্ভাবনে নতুন দিগন্ত
- শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু
- গণতন্ত্র ও শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে : তারেক রহমান
ফ্যাসিবাদের পুনর্বাসন
রুখতে চাই দ্রুত নির্বাচন
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম