নিয়ন্ত্রণ ও তদারকির অভাবে স্বেচ্ছাচারিতা চলছে ওষুধের বাজারে। জীবনরক্ষাকারী অনেক ওষুধের অযৌক্তিক উচ্চমূল্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগী ও স্বজনরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা ব্যয় মেটাতে বাংলাদেশের ২৪ শতাংশ মানুষ বিপর্যয়ে পড়ছে। চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর ৬২ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। বিনা চিকিৎসায় থাকছে ১৬ শতাংশ পরিবার। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের হিসাবে দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ ব্যক্তিকেই বহন করতে হয়। এর দুই-তৃতীয়াংশই খরচ হয় ওষুধে। এ প্রক্রিয়ায় ফতুর হচ্ছে কোটি কোটি মানুষ। গত দেড় বছরেই কোনো কোনো ওষুধের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে বলে অভিযোগ। খুচরা বিক্রেতারা আঙুল তোলেন ওষুধ কোম্পানির দিকে। কোম্পানি দেখায়- ডলারের দাম ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিপণনের নানা কৌশল ও বিশাল রিপ্রেজেন্টেটিভ বাহিনী লালনে মোটা অঙ্কের ব্যয়ের দিকে। উৎপাদনের সঙ্গে এসব সমন্বয় করতে গিয়ে ওষুধের দাম বাড়ানোর বিকল্প থাকে না। দেশের ৩১০ ওষুধ কোম্পানির সুনাম বিশ্বব্যাপী। দেশে চাহিদার ৯৮ ভাগ তারাই পূরণ করছে। অথচ মূল্য প্রসঙ্গে তারা প্রশ্নবিদ্ধ। কোম্পানি পর্যায়ে ওষুধের দাম হঠকারীভাবে বৃদ্ধি ঠেকাতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে নজরদারি প্রয়োজন- সেখানে সদিচ্ছা, সক্রিয়তা ও সক্ষমতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ ক্রেতাপক্ষের। বলেন, ভূত তাড়ানোর শর্ষেতেই ভূত। সেজন্যই প্রতিকার হয় না। বরং বেপরোয়াভাবে জনগণের পকেট কেটে চলেছে উৎপাদক ও বিক্রেতা চক্র। প্রশ্ন ওঠে, এর প্রতিকার কী? জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জীবনরক্ষাকরী ওষুধের দাম সরকার নির্ধারণ করবে বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। বলেছেন, কর্তৃপক্ষ মূল্য নির্ধারণ করে গেজেট আকারে প্রকাশ করবে। আদালতের এ নির্দেশনা যথাযথভাবে কার্যকর হলে নিশ্চিত সুফল মিলবে। সন্দেহ নির্দেশনা বাস্তবায়নে। ওষুধ প্রশাসনের উচিত- দাম বাড়ানোর ক্ষেত্রে অন্য সবকিছুর সঙ্গে সার্বিক বাজার পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করা। দেশে ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে এত রক্তপাতে জুলাই বিপ্লব হলো। দিকে দিকে সংস্কারের মহাযজ্ঞ। ওষুধ প্রশাসনেও তার ছোঁয়া লাগুক। কোনো অশুভ চক্রের স্বার্থসিদ্ধির বলি হতে পারে না জনগণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়াক। তারপর সাঁড়াশি অভিযান শুরু হোক ওষুধবাণিজ্যের দুর্বৃত্তদের বিরুদ্ধে। ভুক্তভোগী জনগণ শতভাগ সমর্থন জোগাবে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
ওষুধের দাম
অযৌক্তিক মূল্যবৃদ্ধির চক্র ভাঙুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর