দেশে শিক্ষিত তরুণ জনশক্তির একটা বড় অংশ উচ্চশিক্ষার সনদ নিয়েও বেকারত্বের গ্লানি বয়ে চলেছে। স্নাতক ডিগ্রিধারীদের অন্তত ৩৩ শতাংশ কর্মহীন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৃহস্পতিবার প্রকাশ করা সর্বশেষ জরিপে এ চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এ তথ্য শুধু বেকারত্ব নয়, বরং কর্মসংস্থানের কাঠামো, বৈষম্য ও ভবিষ্যৎ সংকটের সংকেত। জরিপে দেখা যায়, দেশে কাজে নিযুক্ত জনশক্তি প্রায় ৭ কোটি। এর মধ্যে স্বাক্ষর সাড়ে ৫ কোটির বেশি হলেও নিরক্ষর ১ কোটি ৩০ লাখ। এই নিরক্ষর কর্মশক্তি উৎপাদন ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারছে না। শিল্প ও সেবা খাতে কাজ পেলেও দক্ষতা খামতির কারণে প্রত্যাশিত আয়ে সমর্থ হচ্ছে না। এদিকে বেকারত্বের সরকারি হার জাতীয় পর্যায়ে প্রায় ৪ শতাংশ হলেও, সংখ্যার হিসাবে তা ২৬ লাখ ২৪ হাজার। দেশে বেকারদের মধ্যে ১৩ শতাংশ স্নাতক, ৭.১৩ শতাংশ উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ প্রতি পাঁচজন বেকারের একজন এরাই। শুধু তাই নয়, ১৫ থেকে ২৯ বছর বয়সি যুব বেকারদের মধ্যে প্রায় ৩০ শতাংশ স্নাতক। শিক্ষা আর কর্মসংস্থানের এই বৈষম্য দেশের জনসম্পদ-নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। কর্মক্ষম নারীদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার প্রায় ৪০ শতাংশ। যেখানে পুরুষের ক্ষেত্রে তা প্রায় ৮০ শতাংশ। শহরাঞ্চলের নারীরা তুলনামূলক বেশি পিছিয়ে। পল্লিতে নারীদের শ্রম-নিয়োজন ৬২ শতাংশ হলেও শহরে তা পঞ্চাশের বেশি নয়। আবার দেশে কর্মে নিয়োজিতদের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছে। পল্লি এলাকায় এ হার প্রায় ৮৮ এবং শহরে ৭৪ শতাংশ। সার্বিক চিত্র হতাশা ও উদ্বেগজনক। চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। আগস্টে অনেক ছোটবড় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ, আন্দোলন, ভাঙচুরে উৎপাদন ব্যাহত হয়। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে কর্মসংস্থান সংকুচিত হয়ে বেকারত্ব বেড়েছে। বিশ্ব অর্থনীতির মন্দা, যুদ্ধ, প্রযুক্তির বিকাশেও অনেকে কাজ হারিয়েছে। এতে সমাজে শুধু হতাশা ও অর্থনৈতিক সংকটই ঘনীভূত হচ্ছে না; সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়ছে অপরাধ বৃদ্ধির ক্রমবর্ধমান প্রবণতায়। জাতীয় অর্থনীতির প্রত্যাশিত পুষ্টি বিঘ্নিত হচ্ছে। এ দুরবস্থা থেকে উত্তরণে ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। তার জন্য চাই- রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, দেশি-বিদেশি বিনিয়োগ। বিশ্বের বিভিন্ন দেশে সাশ্রয়ী ব্যয়ে নিরাপদ ও নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ। এ কাজগুলো করতে হবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে। এক্ষেত্রে প্রয়োজন সরকারের কঠোর তত্ত্বাবধান, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা এবং কার্যকর কূটনৈতিক পদক্ষেপ।
শিরোনাম
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
- ‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলিয়ার পুলিশ
- দাখিলের অষ্টম শ্রেণিতে বৃত্তির নীতিমালা প্রকাশ
- টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার
- বান্দরবানে তল্লাশি চালিয়ে অননুমোদিত কাঠ ও ফার্নিচার জব্দ
- কর্মস্থলে অনুপস্থিত থাকায় এসপি শাহ নূর বরখাস্ত
- মাভাবিপ্রবির ৩৪ কর্মচারীর দ্রুত নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন
- অবৈধ মোবাইল সেট ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম
- রাজাপ্রেমী ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ার রাজাদের সোনার মুকুট উপহার
- রাজধানীর দারুস সালাম থেকে ১৮ জন গ্রেফতার
- তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আপিল শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি
- ইবতেদায়ী শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড
- সাস্ট হাফ ম্যারাথন ২০২৫: বিমান ভ্রমণের সুযোগ পাবেন বিজয়ীরা
- ছেলের মৃত্যুশোকে আত্মহত্যার চেষ্টা, ট্রেনচালকের দক্ষতায় প্রাণে রক্ষা বৃদ্ধার
- চীনের ‘আগ্রাসন’ রোধে জাপান-মার্কিন সম্পর্ক গুরুত্বপূর্ণ : পেন্টাগণ
বেকারত্ব
ঘোচাতে হবে কর্মসংস্থান সৃষ্টিতে
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১০০ বিলিয়ন ডলারের নগরী এখন ভূতুড়ে; জনশূন্য আকাশচুম্বী অট্টালিকা, জল ভরা কুমিরে!
২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন