গোপালগঞ্জে গত বুধবার এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে রক্তাক্ত ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিরতি দিয়ে চলছে কারফিউ। জেলাজুড়ে গ্রেপ্তার আতঙ্ক। লোকজন অস্বস্তি ও অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলে পরিস্থিতি আপাতত শান্ত। অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর অভিযান। অনেকেই বাড়িঘর ছাড়া। গোপালগঞ্জের ঘটনায় অনেক প্রশ্ন সামনে চলে এসেছে। সেখানে দুঃখজনক ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের সামর্থ্য প্রশ্নের মুখে পড়েছে। স্বীকার করতেই হবে, গোপালগঞ্জের ঘটনা পরিকল্পিত ছিল। শেখ মুজিবের জন্মভূমি গোপালগঞ্জ স্বভাবতই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘাঁটি। প্রশাসন কেন সেখানে এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করল না? কেন পুলিশ প্রশাসন আগাম প্রস্তুতি রাখল না? গোয়েন্দা সংস্থা কেন আগাম সঠিক বার্তা দিতে ব্যর্থ হলো? এসবের দায় সরকারের ওপরই বর্তাবে। দেশ যখন নির্বাচনি ট্রেনে চেপেছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মব সন্ত্রাস, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, গোপালগঞ্জে অরাজকতা-কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সব জেনেশুনেই ঘটানো হচ্ছে। দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতেই, পূর্বপরিকল্পিতভাবে এসব ঘটানো হচ্ছে। আর কৌশলে বিগত ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে, বিশেষ করে জুলাই বিপ্লবের উদ্যোক্তাদের দল ও গ্রুপগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন সামনে রেখেই গোটা দেশকে পরিকল্পিতভাবে অশান্ত করার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এর সর্বশেষ নজির গোপালগঞ্জ। সেখানে এনসিপির কর্মসূচি ব্যর্থ করতে যে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, তার একটিই উদ্দেশ্য-আগামী নির্বাচন বানচাল বা বিলম্বিত করা। গণতন্ত্রে উত্তরণের পথে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাধা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। গোপালগঞ্জের ঘটনা যেন পতিত ফ্যাসিস্টদের গণতন্ত্রবিরোধী শেষ অপতৎপরতা হয়। এ ঘটনা যেন নির্বাচনোন্মুখ রাজনীতিতে নতুন কোনো নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ দ্রুত অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি শক্তিশালী সরকার দেখতে চায়। গণতন্ত্রহীন অন্ধকারে নিমজ্জিত থাকতে চায় না।
শিরোনাম
- আওয়ামী রাজনীতি থেকে পরিত্রাণের উপায়
- নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না : তৃপ্তি
- যারা ভোট চান না তাদের দল করার দরকার কী, প্রশ্ন আমীর খসরুর
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়
- ৫৩ বছরে থেমে গেল ফিশ ভেঙ্কটের জীবন
- সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার
- শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন আটক
- শাবিপ্রবিতে শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল
- কুমিল্লায় লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন
- ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- বাগেরহাটে ৯ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
- নড়াইলে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ২০
- শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ
- বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ঢাকায় গ্রেফতার
- ‘আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’
- 'সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন'
- জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদ স্মরণে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন
- নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপণ
অশান্তি সৃষ্টির পাঁয়তারা
মোকাবিলায় চাই দ্রুত নির্বাচন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর