শরীয়তপুরের ভেদরগঞ্জের কাচিকাটায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০ টায় পদ্মা নদীর উত্তর পাড়ের বেশ কয়েকটি স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কাচিকাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নারী-শিশুসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে প্রমত্ত পদ্মার ভাঙনে কাচিকাটার ফসলী জমি, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়েছে।
দীর্ঘ দিনেও ভাঙ্গনরোধে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
সম্প্রতি পদ্মা নদীর কাছে কাচিকাটা পয়েন্টে বেশ কিছু এলাকা জুড়ে বালুমহল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি পদ্মা নদীর কাচিকাটা অঞ্চলে বালুমহল ঘোষণা করা হলে বালু উত্তোলনের ফলে কাচিকাটার চরের ফসলে জমি, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অনতিবিলম্বে বালুমহল ঘোষণা বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/হিমেল