আসন্ন ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো রেফারির দৃষ্টিকোণ থেকে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা। ফিফা এই টুর্নামেন্টে পরীক্ষামূলকভাবে চালু করতে চলেছে ‘বডি ক্যাম’ প্রযুক্তি, যা রেফারির শরীরে পরানো হবে। একইসঙ্গে ফুটবলের একটি গুরুত্বপূর্ণ নিয়মেও আসছে পরিবর্তন—গোলরক্ষক যদি ৮ সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখেন, তাহলে প্রতিপক্ষ পাবে কর্নার।
২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ শুরু হবে ১৪ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। এবারই প্রথম এই টুর্নামেন্ট হবে পূর্ণাঙ্গ বিশ্বকাপের আদলে, যেখানে অংশ নেবে ৩২টি ক্লাব। খেলাগুলো হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে।
ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেন, 'মূলত দর্শকদের ফুটবল দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতেই বডি ক্যামেরা চালু করা হচ্ছে। রেফারিরা কীভাবে সিদ্ধান্ত নেন এবং মাঠে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেন, তা সরাসরি দেখতে পারবেন দর্শকেরা।'
এই ক্যামেরা প্রযুক্তি আগেও সীমিত পরিসরে ব্যবহৃত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ মে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে রেফারি জারেড জিলেট এই ধরনের ক্যামেরা পরে ম্যাচ পরিচালনা করেন। এমন প্রযুক্তি আরও আগে বুন্দেশলিগায়ও পরীক্ষামূলকভাবে ব্যবহার হয়েছিল।
ফিফা ইতোমধ্যেই এই বিশ্বকাপের জন্য ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে আছেন ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল (VAR)। রেফারিরা আসছেন ৪১টি দেশের প্রতিনিধিত্ব করে।
এছাড়া, ফুটবলের নিয়মেও আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। এতদিন গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল ফ্রি-কিক পেত। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপে এই সীমা অতিক্রম করলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক। ফিফার মতে, খেলায় গতি বাড়াতে এবং সময়ক্ষেপণ রোধে এই পরিবর্তন কার্যকর ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/মুসা