টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে মনোনীত বরিশাল মেট্রোপলিটন পুলিশে সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড সংলগ্ন ড্রিলসেড চত্বরে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে উপ-কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ও সহকারী কমিশনার সৈয়দ এমদাদুল হকসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংকালে বিশ্ব ইজতেমা ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন সিনিয়র পুলিশ কর্মকর্তারা।
টঙ্গীর তুরাগ নদীর তীরে ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল