বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. এহতেসাম উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএ