এক তরফা নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডার প্রমোট করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে বুধবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব সৈয়দ মাওলানা মো. নাসির আহমেদ কাউসারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবদুর রহমান, মাওলানা মো. আরিফুর রহমান, হাফেজ মাওলানা নাসির উদ্দিন নাঈম, মাওলানা মো. আজিজুল হক, মাওলানা মো. রেজাউল করীম ও মাওলানা মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ