রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঘোষিত সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে পুরান ঢাকার সিএমএম কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা সদরঘাট এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল হাতে ভুয়া ভুয়া স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ভিক্টোরিয়া পার্ক অতিক্রম করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়া বিক্ষোভকারীরা কবি নজরুল সরকারি কলেজ ও লক্ষ্মীবাজারে বিভিন্ন স্থানে ইটপাটকেল নিক্ষেপ করে একটি পুলিশ বক্স ভাঙচুর করে।এরপর মিছিলটি তাঁতীবাজার মোড় পার হয়ে আদালতের সামনে গেলে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ রাস্তায় অবস্থান নিলেও কোনো ধরনের বাধা দেয়নি।
এর আগে পুরান ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিসোটা, ইটপাটকেল হাতে অবস্থান করতে দেখা যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ