আওয়ামী লীগের খুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে রাজধানীর তুরাগ, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর থানা এলাকায় অবস্থান কর্মসূচি ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
ছাত্রদলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক রবিউল আউয়াল ভূইয়া রবি, তুরাগ থানা ছাত্রদলের সভাপতি সজল, সাধারণ সম্পাদক জাকির ও সিনিয়র সহ সভাপতি রনি, উত্তরা পশ্চিম থানার সভাপতি শোয়েব, দক্ষিণখান থানার সভাপতি সাইফ, উত্তরখান থানার সভাপতি আবির, বিমানবন্দর থানার সভাপতি রিপন, সিনিয়র সহ সভাপতি আশিক, সাংগঠনিক সম্পাদক পাভেল, যুগ্ম সম্পাদক শাকিল, উত্তরা পূর্ব থানার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাবু, বিমানবন্দর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী ও যুগ্ম আহ্বায়ক জাফরসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন