আগামী ১৭ আগস্টের মধ্যে রংপুর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে আরোপিত উৎসকর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি উৎসকর ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দিচ্ছে না। এতে ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রংপুর নগরীর বেশিরভাগ ব্যবসায়ী ভাড়াকৃত দোকানে ব্যবসা পরিচালনা করে। ফলে তাদের পক্ষে হোল্ডিং ট্যাক্স দেওয়া সম্ভব না।
এসময় বক্তব্য রাখেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজু, উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই