নারায়ণগঞ্জের চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ বিষয়টি আমাদের জানা আছে। আমি নিজে চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি রাস্তা পরিদর্শন করেছি। আমি এই বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে কথা বলেছি। আশা করছি জনসাধারণের ভোগান্তি লাঘবে রাস্তার কাজ দ্রুত শেষ করা হবে।
স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সদর-বন্দর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মুহাম্মদ জামাল হোসাইন ও হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই