২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪৭

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. ডালিম প্রধান (৪৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।

বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডালিম প্রধান সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূঁইয়াপাড়া এলাকায় মৃত ইসরাফিল মেম্বারের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর