২৪ মে, ২০২৪ ১১:২৯

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৩১

অনলাইন ডেস্ক

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৩১

প্রতীকী ছবি

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৩৬ ইয়াবা, ৯১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন ও ৬৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর