সাম্প্রতিক বৃষ্টির ফলে ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার একিউআই স্কোর ছিল ৯০, যা দূষণের দিক থেকে "মাঝারি" হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৬৪ স্কোর), তৃতীয় স্থানে কিনশাসা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী (১৫৪ স্কোর), চতুর্থ স্থানে বাহরাইনের রাজধানী মানামা (১৩১ স্কোর) এবং পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার মেদান শহর (১০৭ স্কোর)।
এআইকিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর শূন্য থেকে ৫০ ভালো বায়ু মান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ স্কোর "মাঝারি" মান হিসেবে গণ্য করা হয়। তবে, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর "অস্বাস্থ্যকর" বায়ুর নির্দেশক।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক।
বিডিপ্রতিদিন/কবিরুল