ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ১২০ উপজেলায় গতকাল একযোগে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করেছে ইসি। তৃতীয় বা শেষ পর্যায়ের এ হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১৮ সেপ্টেম্বর থেকে ছবি তোলার কাজ চলবে। এদিকে ঢাকা ও চট্টগ্রামে তরুণ-তরুণীরা ভোটার হওয়ার ক্ষেত্রে বেশি আগ্রহী বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ভুয়া ও অবৈধ ভোটারদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা এ সময়ের মধ্যে ভোটার হতে পারবেন না, তাদের চিন্তার কারণ নেই। যে কোনো সময় বাদ পড়ারাও ভোটার হতে পারবেন। গতকাল সরেজমিন ঢাকার ফার্মগেট এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই তথ্য সংগ্রহকারীরা বাসায় বাসায় যান। তরুণ ভোটাররা আগ্রহ নিয়েই ফরম পূরণ করছেন বলে জানান এক তথ্য সংগ্রহকারী। উত্তরা থানার নির্বাচন অফিসার মোহাম্মদ শাহজালাল বলেন, তথ্য সংগ্রহকারীরা বাসায় বাসায় যাচ্ছেন। এ ছাড়া তেজগাঁও সার্কেলের দক্ষিণখান ইউনিয়নের ভোটারদের ছবি তোলার কাজও গতকাল শুরু হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী জানুয়ারির মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে তারা ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হালনাগাদে মোট ভোটার বৃদ্ধি হয়েছে ৩৫০ উপজেলায় ৩০ লাখ ৮২ হাজার ২৮৭ জন, যা লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৮১ শতাংশ। মৃত ভোটার কর্তনের আবেদন রয়েছে ৪ লাখ ৬ হাজার ২০৩ জনের। ভোটার স্থানান্তরের আবেদন রয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭৪টি।