শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ওলামা লীগ সভাপতি গ্রেফতার

রাজধানীর কদমতলীতে শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম লালু হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক ব্যক্তিকে সন্দেহ করছে পুলিশ। এদের বেশিরভাগই স্থানীয় ওলামা লীগ ও যুবলীগের নেতা। পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে এদেরই একজন ওলামা লীগের কদমতলী থানার সভাপতি নূর নবী শাওন ওরফে হাত কাটা নবীকে আটক করেছে পুলিশ। পরে লালু হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এলাকাবাসী ও লালুর বন্ধু-বান্ধব জানায়, নবীর সঙ্গে লালুর এলাকায় আধিপত্য বিস্তার ও পরিবহন চাঁদাবাজি নিয়ে পূর্বশত্রুতা ছিল। এই দ্বন্দ্বের জের হিসেবেও তাকে হত্যা করা হতে পারে বলে তারা ধারণা করছেন। এ ছাড়া আওয়ামী লীগের ৫৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী নূর হোসেন, একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি মানিক প্রধানের দিকেও সন্দেহের তীর রয়েছে তাদের। লালুর ভাই মিজানুর জানান, ৩ যুবক দোকানে ঢুকে লালুকে কাছ থেকে গুলি করে হত্যা করে। তার বুকের ডান পাশে ও বাম বাহুতে গুলি লেগেছিল।  স্থানীয় হাত কাটা নবীর সঙ্গে দীর্ঘদিন ধরে লালুর রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি ধারণা করছেন। কদমতলী থানার ওসি আবদুস সালাম জানান, লালু হত্যা মামলায় নবীকে গ্রেফতার করা হয়েছে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর