আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে সহসা জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই। আর আগামী দুই বছর পর শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জ্বালানি তেলের দাম পরিবর্তনের কথা চিন্তা করছি না। গতকাল হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, মীর নাসির হোসেন. এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান, বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, জ্বালানি সংকট নিরসনে আমরা কাজ করছি। কাতার থেকে এলএনজি (তরল গ্যাস) আমদানির ব্যবস্থা করা হচ্ছে। দেশে বাস, ট্রাকসহ সব যানবাহন সমীক্ষা করে একটি রেগুলেশন করার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের দর বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা এর বিরুদ্ধে নয় তবে সময় দিয়ে পর্যায় ক্রমে বাড়ানোই সঙ্গত। এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, দেশে বিনিয়োগে যেমন অনেক চ্যালেঞ্জ তেমনি সম্ভাবনাও প্রচুর। সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানির পাশাপাশি দেশি শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ হওয়া প্রয়োজন। গাড়িতে সিএনজি ব্যবহার সীমিত করা এবং এলপিজি ব্যবহারে নীতিমালা প্রয়োজন। এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, জ্বালানি তেলের দর ৪০ ডলারের নিচে নেমেছে। এর সুবিধা সরকার পাচ্ছে তবে সাধারণ ভোক্তারা পাচ্ছে না। অন্যান্য দেশে আন্তর্জাতিক দরের সঙ্গে জ্বালানি তেলের দর সমন্বয় করা হয়েছে। আমাদের দেশেও জ্বালানি তেলের দর সমন্বয় প্রয়োজন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে