আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে সহসা জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই। আর আগামী দুই বছর পর শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জ্বালানি তেলের দাম পরিবর্তনের কথা চিন্তা করছি না। গতকাল হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, মীর নাসির হোসেন. এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান, বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, জ্বালানি সংকট নিরসনে আমরা কাজ করছি। কাতার থেকে এলএনজি (তরল গ্যাস) আমদানির ব্যবস্থা করা হচ্ছে। দেশে বাস, ট্রাকসহ সব যানবাহন সমীক্ষা করে একটি রেগুলেশন করার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের দর বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা এর বিরুদ্ধে নয় তবে সময় দিয়ে পর্যায় ক্রমে বাড়ানোই সঙ্গত। এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, দেশে বিনিয়োগে যেমন অনেক চ্যালেঞ্জ তেমনি সম্ভাবনাও প্রচুর। সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানির পাশাপাশি দেশি শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ হওয়া প্রয়োজন। গাড়িতে সিএনজি ব্যবহার সীমিত করা এবং এলপিজি ব্যবহারে নীতিমালা প্রয়োজন। এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, জ্বালানি তেলের দর ৪০ ডলারের নিচে নেমেছে। এর সুবিধা সরকার পাচ্ছে তবে সাধারণ ভোক্তারা পাচ্ছে না। অন্যান্য দেশে আন্তর্জাতিক দরের সঙ্গে জ্বালানি তেলের দর সমন্বয় করা হয়েছে। আমাদের দেশেও জ্বালানি তেলের দর সমন্বয় প্রয়োজন।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
জ্বালানি তেলের দাম সমন্বয়ের আহ্বান ব্যবসায়ীদের
দুই বছর পর শিল্প খাতে গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর