আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে সহসা জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই। আর আগামী দুই বছর পর শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জ্বালানি তেলের দাম পরিবর্তনের কথা চিন্তা করছি না। গতকাল হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, মীর নাসির হোসেন. এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান, বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, জ্বালানি সংকট নিরসনে আমরা কাজ করছি। কাতার থেকে এলএনজি (তরল গ্যাস) আমদানির ব্যবস্থা করা হচ্ছে। দেশে বাস, ট্রাকসহ সব যানবাহন সমীক্ষা করে একটি রেগুলেশন করার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের দর বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা এর বিরুদ্ধে নয় তবে সময় দিয়ে পর্যায় ক্রমে বাড়ানোই সঙ্গত। এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, দেশে বিনিয়োগে যেমন অনেক চ্যালেঞ্জ তেমনি সম্ভাবনাও প্রচুর। সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানির পাশাপাশি দেশি শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ হওয়া প্রয়োজন। গাড়িতে সিএনজি ব্যবহার সীমিত করা এবং এলপিজি ব্যবহারে নীতিমালা প্রয়োজন। এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, জ্বালানি তেলের দর ৪০ ডলারের নিচে নেমেছে। এর সুবিধা সরকার পাচ্ছে তবে সাধারণ ভোক্তারা পাচ্ছে না। অন্যান্য দেশে আন্তর্জাতিক দরের সঙ্গে জ্বালানি তেলের দর সমন্বয় করা হয়েছে। আমাদের দেশেও জ্বালানি তেলের দর সমন্বয় প্রয়োজন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট