আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে সহসা জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই। আর আগামী দুই বছর পর শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জ্বালানি তেলের দাম পরিবর্তনের কথা চিন্তা করছি না। গতকাল হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, মীর নাসির হোসেন. এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান, বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, জ্বালানি সংকট নিরসনে আমরা কাজ করছি। কাতার থেকে এলএনজি (তরল গ্যাস) আমদানির ব্যবস্থা করা হচ্ছে। দেশে বাস, ট্রাকসহ সব যানবাহন সমীক্ষা করে একটি রেগুলেশন করার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের দর বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা এর বিরুদ্ধে নয় তবে সময় দিয়ে পর্যায় ক্রমে বাড়ানোই সঙ্গত। এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, দেশে বিনিয়োগে যেমন অনেক চ্যালেঞ্জ তেমনি সম্ভাবনাও প্রচুর। সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানির পাশাপাশি দেশি শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ হওয়া প্রয়োজন। গাড়িতে সিএনজি ব্যবহার সীমিত করা এবং এলপিজি ব্যবহারে নীতিমালা প্রয়োজন। এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, জ্বালানি তেলের দর ৪০ ডলারের নিচে নেমেছে। এর সুবিধা সরকার পাচ্ছে তবে সাধারণ ভোক্তারা পাচ্ছে না। অন্যান্য দেশে আন্তর্জাতিক দরের সঙ্গে জ্বালানি তেলের দর সমন্বয় করা হয়েছে। আমাদের দেশেও জ্বালানি তেলের দর সমন্বয় প্রয়োজন।
শিরোনাম
- যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল