আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে সহসা জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই। আর আগামী দুই বছর পর শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জ্বালানি তেলের দাম পরিবর্তনের কথা চিন্তা করছি না। গতকাল হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, মীর নাসির হোসেন. এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান, বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, জ্বালানি সংকট নিরসনে আমরা কাজ করছি। কাতার থেকে এলএনজি (তরল গ্যাস) আমদানির ব্যবস্থা করা হচ্ছে। দেশে বাস, ট্রাকসহ সব যানবাহন সমীক্ষা করে একটি রেগুলেশন করার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের দর বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা এর বিরুদ্ধে নয় তবে সময় দিয়ে পর্যায় ক্রমে বাড়ানোই সঙ্গত। এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, দেশে বিনিয়োগে যেমন অনেক চ্যালেঞ্জ তেমনি সম্ভাবনাও প্রচুর। সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানির পাশাপাশি দেশি শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ হওয়া প্রয়োজন। গাড়িতে সিএনজি ব্যবহার সীমিত করা এবং এলপিজি ব্যবহারে নীতিমালা প্রয়োজন। এমসিসিআইর সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, জ্বালানি তেলের দর ৪০ ডলারের নিচে নেমেছে। এর সুবিধা সরকার পাচ্ছে তবে সাধারণ ভোক্তারা পাচ্ছে না। অন্যান্য দেশে আন্তর্জাতিক দরের সঙ্গে জ্বালানি তেলের দর সমন্বয় করা হয়েছে। আমাদের দেশেও জ্বালানি তেলের দর সমন্বয় প্রয়োজন।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
জ্বালানি তেলের দাম সমন্বয়ের আহ্বান ব্যবসায়ীদের
দুই বছর পর শিল্প খাতে গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর