শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ সংঘর্ষ

পুলিশসহ আহত ২১

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল গাজীপুরের এক পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে। এ সময় তারা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় অর্ধশত রাউন্ড শটগানের গুলি, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্তত ২১ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ গতকাল কারখানা ছুটি ঘোষণা করেছে।

আন্দোলনরত শ্রমিক ও পুলিশ জানায়, সিটি করপোরেশনের চান্দনায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যারস লিমিটেড কারখানার শ্রমিকদের মে মাসের বেতন পাওনা রয়েছে। প্রতি মাসের ১০ তারিখে বেতন-ভাতা পরিশোধের কথা থাকলেও বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ মে মাসের অর্ধেক বেতন শুক্রবার ও অর্ধেক ১৬ জুন পরিশোধের ঘোষণা দেয়। তবে শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ বেতনের ৭০ ভাগ শুক্রবার এবং অবশিষ্ট ৩০ ভাগ পরবর্তী সপ্তাহে পরিশোধের ঘোষণা দেয়। কিন্তু শ্রমিকরা মেনে না নিয়ে গতকাল সকালে কাজে যোগ দিতে এসে কর্মবিরতি শুরু করেন। তারা সম্পূর্ণ পাওনাদি শুক্রবারের মধ্যে পরিশোধের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। তারা প্রতি মাসের ৭ তারিখে পাওনা পরিশোধেরও দাবি জানান। একপর্যায়ে ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর