শিরোনাম
সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিদেশি বন্ডে উেস কর অব্যাহতি

পেনশনার সঞ্চয়পত্র আয়করমুক্ত

নিজস্ব প্রতিবেদক

বন্ড বাজারে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কর অব্যাহতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছর থেকে বিদেশি মুদ্রার বন্ড ক্রয়ে উদ্যোক্তাদের সুদের ওপর আয়কর দিতে হবে না। একই সঙ্গে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ওপরও কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যক্তি-শ্রেণির পেনশনার সঞ্চয়পত্রেও ৫ লাখ টাকা পর্যন্ত সুদ আয়কর মুক্ত ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যা গতকাল দেশের সব তফসিলি ব্যাংকের নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি মুদ্রায় প্রচলিত বন্ডে বিনিয়োগে সুদের ওপর আয়কর অব্যাহতি দেওয়া হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর