তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ গতকাল শেষ হয়েছে। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলার শেষ দিন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ছিল প্রযুক্তিপ্রেমীদের উপচে পড়া ভিড়। সব বয়সী প্রযুক্তিপ্রেমীর ভিড় লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গণে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুল্নক্শা হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা গতকাল সাধারণ মানুষ, প্রযুক্তিপ্রেমী, দর্শনার্থীদের ভিড়ে রূপ নিয়েছিল মিলনমেলায়। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ। প্রযুক্তিপ্রেমী খুদে শিক্ষার্থীরাও বাদ যায়নি। দর্শনার্থীরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন। শেষ দিনে গতকাল ছয়টি সেমিনারের আয়োজন করা হয়। ‘অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ‘দ্য রোড টু ফাইভ বিলিয়ন ডলার আইসিটি এক্সপোর্ট বাই ২০২১’ শীর্ষক সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সাইবার সিকিউরিটি শীর্ষক ‘ইউ আর নট সেইফ! ডিজিটাল সিকিউরিটি ফর এভরি সিটিজেন’ সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে অংশ নেন। আইসিসিবির চারটি হলে প্রায় ৪০০টি আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে মেলায় অংশ নেয়। এ ছাড়া সরকারের ৪০টি মন্ত্রণালয়ও তাদের সেবা সম্পর্কে তথ্য উপস্থাপন করে। ‘নন স্টপ বাংলাদেশ’ থিমকে সামনে রেখে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চতুর্থবারের মতো এ আয়োজনের সহযোগিতায় ছিল বিভাগ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প। গতকাল দর্শনার্থীদের উপস্থিতি ও চাহিদার বিষয়টি বিবেচনা করে মেলা নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়। পরে রাত ১০টায় ডিজিটাল ওয়ার্ল্ডের পর্দা নামে।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ