বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাবির সমাবর্তনে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়—রাবির দশম সমাবর্তনে নিবন্ধন ফি বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক শিক্ষার্থীরা। আর এই বর্ধিত ফির কারণে অনেকে সমাবর্তনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ‘অন্য বিশ্ববিদ্যালয়গুলো সমাবর্তন শেষে গাউন ফেরত নিয়ে নেয় কিন্তু আমরা তা নিই না। আর আগের সমাবর্তনেও একই ফি ধার্য করা হয়েছিল। তাই নিবন্ধন ফি কমানোর কোনো সুযোগ নেই।’

সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জামিল উদ্দিন বলেন, ‘সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের খোঁজ নিলে দেখা যাবে অর্ধেক শিক্ষার্থী এখনো বেকার। তারা টিউশনি অথবা পার্টটাইম চাকরি করে জীবনযাপন করছেন। এ অবস্থায় তাদের পক্ষে ৩ হাজার ৫৭০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা কঠিন। আর অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় ২ হাজার টাকায় সমাবর্তন করতে পারলে আমাদের এত লাগবে কেন?’

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতকোত্তর ক্যাটাগরিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়। আর এই একটি ক্যাটাগরিতে ৩ হাজার ৫৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন ২০১৫ সালের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে স্নাতক ও স্নাতকোত্তর দুই ক্যাটাগরিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রত্যেক ক্যাটাগরিতে নিবন্ধন ফি ছিল ২ হাজার টাকা।

সর্বশেষ খবর