শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংখ্যালঘু নির্যাতনের বছর : হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৯৮ জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে এক হাজার ৯ জনকে। হত্যার চেষ্টা করা হয়েছে ১৮ জনকে। ধর্ষণের ঘটনা ঘটেছে ২৬টি। নিখোঁজ রয়েছেন ২২ জন। সংখ্যালঘু নির্যাতন বছরজুড়ে বেশ আলোচিত ছিল। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পরিসংখ্যান তুলে এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটির দাবি, এ বছর প্রতিমা ভাঙচুর করা হয়েছে ২০৯টি। ৩৬৬টি মন্দিরে পূজা বন্ধ করা ও ৩৮ জনকে অপহরণ করা হয়েছে। সব মিলিয়ে চলতি বছর ১৫ হাজার ৫৪টি নির্যাতনের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে লিখিতভাবে বাংলাদেশে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের এ চিত্র তুলে ধরা হয়।

সর্বশেষ খবর