দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যবহারের লক্ষ্যে আনসার বাহিনীকে দেওয়া জমির দলিল হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে রাজধানীর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে বাহিনীর উপ-মহাপরিচালক কর্নেল মহিউদ্দিন মো. জাবেদের হাতে ৫০ কাঠার ওই জমির দলিল হস্তান্তর করেন বৃহৎ শিল্প গ্রুপটির উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.)। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন ও সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.) উপস্থিত ছিলেন। দলিল হস্তান্তর শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন সাংবাদিকদের বলেন, এই দলিল হস্তান্তরের মধ্য দিয়ে আনসার বাহিনীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো। এ বাহিনীকে উপহার হিসেবে জমিটি প্রদানের জন্য আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে আমাদের নেওয়া অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থাকবে— এমন নিশ্চয়তা প্রদানের জন্যও গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে এ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও বসুন্ধরার সঙ্গে এই নিবিড় সম্পর্ক বজায় থাকবে এবং সব অগ্রযাত্রায় আনসার বাহিনী তাদের পাশে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.) বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনসার বাহিনীর ব্যবহারের জন্য ৫০ কাঠা জায়গা প্রদান করেছেন। বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে থাকা এ জায়গা তারা যেন দেশের সেবায় কাজে লাগাতে পারেন। আমরা তাদের বিভিন্ন কাজে সহায়ক ভূমিকা পালন করতে পেরে গর্বিত। ভবিষ্যতে এ বাহিনী আরও উন্নত হবে এবং দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
আনসারকে বসুন্ধরার জমির দলিল হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর