দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যবহারের লক্ষ্যে আনসার বাহিনীকে দেওয়া জমির দলিল হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে রাজধানীর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে বাহিনীর উপ-মহাপরিচালক কর্নেল মহিউদ্দিন মো. জাবেদের হাতে ৫০ কাঠার ওই জমির দলিল হস্তান্তর করেন বৃহৎ শিল্প গ্রুপটির উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.)। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন ও সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.) উপস্থিত ছিলেন। দলিল হস্তান্তর শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন সাংবাদিকদের বলেন, এই দলিল হস্তান্তরের মধ্য দিয়ে আনসার বাহিনীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো। এ বাহিনীকে উপহার হিসেবে জমিটি প্রদানের জন্য আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে আমাদের নেওয়া অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থাকবে— এমন নিশ্চয়তা প্রদানের জন্যও গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে এ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও বসুন্ধরার সঙ্গে এই নিবিড় সম্পর্ক বজায় থাকবে এবং সব অগ্রযাত্রায় আনসার বাহিনী তাদের পাশে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.) বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনসার বাহিনীর ব্যবহারের জন্য ৫০ কাঠা জায়গা প্রদান করেছেন। বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে থাকা এ জায়গা তারা যেন দেশের সেবায় কাজে লাগাতে পারেন। আমরা তাদের বিভিন্ন কাজে সহায়ক ভূমিকা পালন করতে পেরে গর্বিত। ভবিষ্যতে এ বাহিনী আরও উন্নত হবে এবং দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ