দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যবহারের লক্ষ্যে আনসার বাহিনীকে দেওয়া জমির দলিল হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে রাজধানীর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে বাহিনীর উপ-মহাপরিচালক কর্নেল মহিউদ্দিন মো. জাবেদের হাতে ৫০ কাঠার ওই জমির দলিল হস্তান্তর করেন বৃহৎ শিল্প গ্রুপটির উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.)। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন ও সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.) উপস্থিত ছিলেন। দলিল হস্তান্তর শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন সাংবাদিকদের বলেন, এই দলিল হস্তান্তরের মধ্য দিয়ে আনসার বাহিনীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো। এ বাহিনীকে উপহার হিসেবে জমিটি প্রদানের জন্য আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে আমাদের নেওয়া অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থাকবে— এমন নিশ্চয়তা প্রদানের জন্যও গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে এ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও বসুন্ধরার সঙ্গে এই নিবিড় সম্পর্ক বজায় থাকবে এবং সব অগ্রযাত্রায় আনসার বাহিনী তাদের পাশে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.) বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনসার বাহিনীর ব্যবহারের জন্য ৫০ কাঠা জায়গা প্রদান করেছেন। বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে থাকা এ জায়গা তারা যেন দেশের সেবায় কাজে লাগাতে পারেন। আমরা তাদের বিভিন্ন কাজে সহায়ক ভূমিকা পালন করতে পেরে গর্বিত। ভবিষ্যতে এ বাহিনী আরও উন্নত হবে এবং দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিরোনাম
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
আনসারকে বসুন্ধরার জমির দলিল হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর