সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

একত্রিত হচ্ছে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা

নিজস্ব প্রতিবেদক

অধিক ক্ষমতাসম্পন্ন সার কারখানা নির্মাণ করতে ঘোড়াশাল ও পলাশ সারকারখানা একত্রিত করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকার আশা করছে, এতে করে কৃষি উৎপাদনে দেশে সারের যে চাহিদা রয়েছে তা মিটবে এবং ভালো ফসল উৎপাদন করা সম্ভব হবে। বছরে অন্তত ৯ কোটি ২৪ লাখ মেট্রিন টন সার উৎপাদন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আমির  হোসেন আমু।  শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, হাবিবুর রহমান মোল্লা, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং পারভীন হক সিকদার বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর