শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকারের কর্মকর্তারা নৈতিকতাহীন কাজে জড়িয়ে পড়ছেন

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার। সরকারের কর্মকর্তা কর্মচারীরা নীতি- নৈতিকতাহীন কাজে জড়িয়ে পড়ছেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের টাকায়ও সরকার হাত দিয়েছে। মহাসড়ক   টোলের আওতায় আনতে যাচ্ছে সরকার। যে রাজনীতি মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে না এবং যে রাজনীতি মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেয়, সে রাজনীতি কাম্য নয়। গতকাল পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সার্বিক           পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন।

বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ  মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর