শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভেজাল ঘি বিক্রির অভিযোগ

বরিশালে আদি গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে বিসিসির মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিক্রির উদ্দেশ্যে রাখা ঘি মানসম্মত না হওয়ায় বরিশালে নগরীর সদর রোডের কাকলী হল মোড়ের আদি গৌরনদী মিষ্টান্ন ভা ারের মালিক নরেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে মামলা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বিসিসির পক্ষে স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক বাদী হয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ২৬ ধারায় গত বৃহস্পতিবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে  এই মামলা দায়ের করেন। বিচারক মামলায় বিবাদীকে আদালতে হাজির হওয়ার সমন জারির নির্দেশ দিয়েছেন। গতকাল বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, গত ১০ জুন নগরীর সদর রোডের কাকলীর মোড়ের আদি গৌরনদী মিষ্টান্ন ভা ার পরিদর্শনে যান বিসিসির স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক। এ সময় ওই মিষ্টির দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা মোড়কবিহীন ঘি ভেজাল সন্দেহ হলে এর নমুনা সংগ্রহ করেন তিনি। পরে ঘির নমুনা যথাযথভাবে পরীক্ষার জন্য ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনে (আইপিএইচএল) প্রেরণ করা হয়। সেখান থেকে প্রেরিত প্রতিবেদনে ওই ঘি মানসম্মত নয় বলে উল্লেখ করা হয়। ভেজাল ঘি বিক্রির অভিযোগে ওই দোকান মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে বিসিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর