সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহ আমানতে সোনার বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ অহিদুল আলম। গতকাল সকাল ৮টা ৫০ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এ চালান আটক করে। অহিদুলের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়। প্রবাসী অহিদুল আলমের দীর্ঘদিন ধরে দুবাই যাওয়া-আসা রয়েছে। তার অনেক নিকট আত্মীয়স্বজনও সেখানে রয়েছে বলে জানা গেছে।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। পরে আটকযাত্রী ও সোনার বারগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। প্রায় ১৮০ ভরি ওজনের এসব সোনার বাজার মূল্য আনুমানিক ৭৫ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর