বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আমরণ অনশনে পাটকল শ্রমিকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

প্রতিদিন ডেস্ক

মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, পাট কিনতে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে গতকাল দুপুর ২টা থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। অনশনের কারণে মিলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

খুলনা : নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে স্ব-স্ব মিলগেটে অবস্থান নেয় শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক রয়েছেন। পাশাপাশি শ্রমিক পরিবারের সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেয়। সংগঠনের যুগ্ম-      আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শ্রমিক ঘরে ফিরবে না। রাজশাহী : জুট মিলের প্রধান ফটকের সামনে রাস্তার ওপর শ্রমিকরা চট বিছিয়ে শুয়ে পড়েন। এ সময় দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দেন তারা। রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, সকাল ৮টায় আমরণ অনশনের কর্মসূচি ছিল।  নরসিংদী : ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে। এর মধ্যে কয়েকশ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর