বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা থেকে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম তারিফ হোসেন (৩৩)। সোমবার সন্ধ্যায় দক্ষিণ গোড়ানের ৪০২/১ নম্বর বাড়ির তৃতীয়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ১৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের সহকারী কমিশনার রাশেদ হাসানের নেতৃত্বে অভিযান  চালানো হয়।

গতকাল পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল যে, উত্তর মুগদা বাশার টাওয়ারের সামনে একটি বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচা হচ্ছে। এ তথ্যে দক্ষিণ গোড়ানের ৪০২/১ নম্বর বাড়ির তৃতীয়তলায় অভিযান চালানো হয়। বাসার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারিফ হোসেন পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে আটক করে। দেহ তল্লাশি করে তার প্যান্টের পেছনে কোমরে তাজা বুলেট লোড করা অবস্থায় একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। এরপর তার ড্রইং রুমের সোফার নিচ থেকে ছেঁড়া কাপড় তল্লাশি করে একটি রিভলবার এবং আরও ছয়টি তাজা বুলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিফ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচা করে আসছিলেন।

জানা যায়, এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর খিলগাঁও থানায় তারিফের নামে আরও একটি মামলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর