বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাফিক সচেতনতায় স্কুলে স্কুলে কমিটি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ট্রাফিক সচেতনতা বাড়াতে সিলেট নগরীতে নবীনদের নিয়ে কাজ শুরু করেছে মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক শাখা। মহানগরীর প্রত্যেকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের কাজ করছে তারা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন)’। এর মধ্য দিয়ে ট্রাফিক সচেতন প্রজন্ম গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

গত বছরের শেষ দিকে ‘টেন’ কার্যক্রম শুরু করে এসএমপির ট্রাফিক শাখা। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন এসএমপির উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ। সমন্বয়ক হিসেবে রয়েছেন সহকারী কমিশনার (ট্রাফিক) আবুল খয়ের। তার সহকারী হিসেবে রয়েছেন সার্জেন্ট ফাহাদ চৌধুরী।

এসএমপির উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, ‘চলতি মাস থেকে পাঁচটি করে স্কুলে ‘টেন’ কার্যক্রমের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে ট্রাফিক সচেতন প্রজন্ম বেড়ে উঠবে, যারা সর্বসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করবে বলে আমাদের বিশ্বাস।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর