করোনা পরিস্থিতিতে নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের আহ্বান জানিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ইতিমধ্যে নগরের ২৭টি ওয়ার্ডের ৩০টি স্থানে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। যত্রতত্র পশু কোরবানি না করে সিসিকের নির্ধারিত স্থানে ঈদের দিন পশু কোরবানি করার আহ্বান জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিসিকের ব্যবস্থাপনায় নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য উপযোগী পরিবেশ থাকবে। স্বাস্থ্যসম্মত পরিবেশে নগরবাসী যাতে পশু কোরবানি করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। কোরবানির স্থানগুলোতে প্যান্ডেল তৈরি করে দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে পানির ব্যবস্থা, বালতি, মগ, ত্রিপল, চাটাইসহ বর্জ্য অপসারণের সুবিধা। কোরবানির নির্ধারিত স্থানগুলো হলো- ১ নম্বর ওয়ার্ডের মীরের ময়দান এলাকার অর্ণব ৩০ নম্বর বাসার সামনের খোলা জায়গা, ২ নম্বর ওয়ার্ডের পুরাতন মেডিকেল কলোনি, ৩, ১২, ১৭, ১৯, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের অফিস সংলগ্ন মাঠ, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাসা সংলগ্ন খোলা জায়গা ও জেলা প্রশাসকের কার্যালয় মাঠ। ৫, ৬, ৭, ৮, ১১ ও ২৩ নম্বর ওয়াডের্র জন্য স্থান নির্ধারণ করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন মাঠ, ৪ নম্বর ওয়ার্ডের জন্য আম্বরখানা কলোনি মাঠ, ৯ নম্বর ওয়ার্ডের জন্য এতিম স্কুল রোডের জবাইখানা, ১০ নম্বর ওয়ার্ডের জর্য ঘাসিটুলা কলাপাড়া ওয়ার্কশপের মাঠ ও নবাব রোড পিডিবি কোয়ার্টার, ১৩ নম্বর ওয়ার্ডের জন্য কাজীরবাজার মাদ্রাসার মাঠ। ১৫ নম্বর ওয়ার্ডের শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ১৬ নম্বর ওয়ার্ডের সওদাগরটুলা মাঠ, ১৮ নম্বর ওয়ার্ডের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনের মাঠ, ২০ নম্বর ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রহ.) উচ্চবিদ্যালয় মাঠ, ২১ নম্বর ওয়ার্ডের সৈয়দ হাতিম (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
সিলেট নগরীর ৩০ স্থানে হবে কোরবানি
ব্যবস্থা করা হবে স্বাস্থ্যসম্মত পরিবেশের
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর