শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ও শিপ্রার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ থানায় গ্রেফতার  স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেবনাথের মুক্তি দাবি করেছেন তাদের সহপাঠীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সহপাঠীরা মানববন্ধন কর্মসূচিতে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। টেকনাফ থানা পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণের সহযোগী সিফাত ও শিপ্রাকে গ্রেফতার করা হয়। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি দাবি তুলে ধরেন। তাদের দাবিতে বলা হয়, শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে, মেজর (অব.) সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানসিক নির্যাতন থেকে মুক্তি দিতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, সহকর্মী ও সহপাঠী হিসেবে সিফাত ও শিপ্রার নিরাপত্তা নিয়ে তারা সবাই উদ্বিগ্ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর