শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না

-শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ হাসিনা- এর বাইরে বাস্তবিক অর্থে বাংলাদেশ কল্পনাই করা যায় না। এ বিষয়টি সম্মানের সঙ্গে ধারণ ও লালন করতে হবে। গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আওতাধীন দফতর-সংস্থার ছয় কর্মকর্তা-কর্মচারীর হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘শুদ্ধাচার পুরস্কার কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের জন্য উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে। এ পুরস্কার কর্মজীবনের একটা বড় অর্জন। এটি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল করে তুলবে বলে আমি আশা করি।’

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হক, সুবল বোস মণি, শ্যামল চন্দ্র কর্মকার ও মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকারসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর