শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পর্যায়ক্রমে টিকা পাবে সবাই : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা এলে পর্যায়ক্রমে সবাই তা পাবে। টিকা যাতে সবাইকে দেওয়া যায়, সেজন্য  ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল রাজধানীর  শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগ ও অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন করে তিনি এ কথা বলেন। তিনি জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকা যে টিকা তৈরি করছে, তার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছে সরকার। এ ছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভি বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। যা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের হাতে আসতে পারে বলে সরকার আশা করছে।

 

সর্বশেষ খবর