রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নারী নেত্রী আয়শা খানমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

নারী নেত্রী আয়শা খানমের ইন্তেকাল

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নারী নেত্রী আয়শা খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আয়শা খানমকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মী,  বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, গতকাল সকাল সাড়ে ৮টায় আয়শা খানমের মরদেহ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকেই। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে নেত্রকোনায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, নেত্রকোনার স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু প্রমুখ। আমাদের নেত্রকোনা প্রতিনিধি জানান, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে নেত্রকোনা শহরের কাটলির নিজ বাসায় এসে পৌঁছায় আয়শা খানমের মরদেহ। এ সময় স্বজন ও এলাকাবাসীর মধ্যে বেদনাসিক্ত পরিবেশের সৃষ্টি হয়। নারী অধিকার প্রতিষ্ঠার অন্যতম এই সংগঠক বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমকে গতকাল বাদ আসর শহরের কাটলি এলাকায় নিজ গ্রামে স্বামী প্রকৌশলী মরতুজা হাসানের কবরের পাশে শায়িত করা হয়। এর আগে কাটলি এলাকায় স্থানীয় অন্বেষা স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জেলা প্রশাসন। এ ছাড়া বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নানা পর্যায়ের ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার গাবড়াগাতী গ্রামে জন্মগ্রহণ করেন আয়শা খানম। তিনি বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবাধিকার ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক ছিলেন। তিনি একসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর