বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক মাসে ৫৭ হাজার টন বর্জ্য-মাটি অপসারণ করা হয়েছে : তাপস

নিজস্ব প্রতিবেদক

ওয়াসার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার পর গত এক মাসে তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে ৫৭ হাজার টন বর্জ্য-মাটি অপসারণ করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নিয়মিত সাপ্তাহিক পরিদর্শনের অংশ হিসেবে গতকাল শ্যামপুর খালে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর শ্যামপুরের বরইতলা এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এসময় সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ তাপস বলেন, শ্যামপুর অনেক বড় খাল, এখানে শাখা-প্রশাখা বেশি। আবর্জনা-ময়লা স্তূপ হয়ে আছে। দীর্ঘ সময়ে এগুলো পরিষ্কার করা হয়নি। পানি প্রবাহ বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে নেই। সামনের কর্মযজ্ঞ অত্যন্ত দুরূহ। এখানে একটি অংশে পানি উন্নয়ন বোর্ডের খাল রয়েছে। তাদের প্রকল্প চলমান রয়েছে। সেগুলোর সঙ্গে এগুলোর সংযোগ রয়েছে। সব মিলিয়ে অব্যবস্থাপনা ও ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করছি, তাদের খালগুলো যাতে আমাদের কাছে হস্তান্তর করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর