শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিল যুক্তরাষ্ট্র সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের পেশাগত কাজের জন্য আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকান দূতাবাস। মার্কিন দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্ট (সিএমএসই)-এর উদ্যোগে রাজশাহীতে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে গতকাল সনদ দেওয়া হয়। বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে মার্কিন দূতাবাস। এই প্রশিক্ষণে দুর্যোগকালীন পরিস্থিতিতে স্ব^ল্প সময়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারের কলাকৌশল শেখানো হয়। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে স্থানীয়ভাবে সরবরাহকৃত প্রাথমিক চিকিৎসার সামগ্রীও দেওয়া হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবদুর রশিদ জানান, ফায়ার সার্ভিসে এ ধরনের উন্নত প্রশিক্ষণ এই প্রথম।

এর ফলে কর্মীরা নিজেদের দক্ষতা দিয়ে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা দিতে পারবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রোগ্রামটি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে ৬০০ জনকে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন দূতাবাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর