শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

কওমি শিক্ষা বোর্ডের পরীক্ষা আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা আজ শুরু হচ্ছে। চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। বেফাক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ফজিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহফিজুুল কোরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল কিরাআত মারহালার ২ লাখ ৮ হাজার ৯৯৩ শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ২ হাজার ৫৮৪ এবং ছাত্রী ১ লাখ ৬ হাজার ৪০৯ জন। সারা দেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য সামজিক দুরত্ব বজায় রাখাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর