করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সহসা নতুন কমিটি গঠন হচ্ছে না চট্টগ্রাম মহানগর যুবলীগের। যে কোনো সময় এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনাও আসছে বলে জানান সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম নগর যুবলীগের মেয়াদ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে নতুন কমিটি গঠনের বিষয়ে সহসা কোনো সিদ্ধান্ত আসছে না। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় কমিটি। এর আগে যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের নির্দেশনায় গত ১০ মার্চ একটি চিঠি দেওয়া হয় প্রতিটি জেলায়। চিঠিতে কীভাবে ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা কমিটি গঠন করা হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে চট্টগ্রাম মহানগর যুবলীগের যেহেতু আহ্বায়ক কমিটি রয়েছে। সেই কমিটির সম্মেলন করতে হবে। তবে কখন, কীভাবে সম্মেলন হবে এখনো নির্দেশনা দেওয়া হয়নি। শীর্ষ নেতাদের সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহ্বায়ক ও সংগঠক ফরিদ মাহমুদ বলেন, দীর্ঘ সময় যেহেতু নগর যুবলীগের সম্মেলন বা নতুন কমিটি হয়নি, সে ক্ষেত্রে এমন পরিস্থিতিতে সহসা কমিটি করার কোনো ধরনের সুযোগ নেই। তারপরও কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক কোনো নির্দেশনা থাকলে সেভাবে পালন করা হবে বলে জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, রমজান আসন্ন। নতুন করে শুরু হয়েছে করোনার প্রভাব। করোনায় নানামুখী রাজনৈতিক কর্মসূচিসহ নানা কারণে আবারও পিছিয়ে পড়ছে সম্মেলন বা নগর যুবলীগের কমিটি গঠনের তৎপরতা। এসব ছাড়াও রয়েছে নগর যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলও। দলীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল, চট্টগ্রাম সিটি নির্বাচনসহ নানা কারণে দীর্ঘ সাত বছর কমিটি হয়নি। এটি শুধু আহ্বায়ক কমিটিতেই সীমাবদ্ধ রয়েছে। তিন মাসের জন্য গঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি এখন আট বছর অতিক্রম করছে। নগরীর ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মাত্র পাঁচটি কমিটি। সেই পাঁচটি ওয়ার্ডের কমিটি নিয়েও রয়েছে বিতর্ক। ২০১৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক ও দিদারুল আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা পাঁচজনই প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। আট বছরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি আহ্বায়কদের অন্তর্কোন্দলে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রমও।
শিরোনাম
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
শিগগিরই হচ্ছে না চট্টগ্রাম মহানগর কমিটি
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর