করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সহসা নতুন কমিটি গঠন হচ্ছে না চট্টগ্রাম মহানগর যুবলীগের। যে কোনো সময় এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনাও আসছে বলে জানান সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম নগর যুবলীগের মেয়াদ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে নতুন কমিটি গঠনের বিষয়ে সহসা কোনো সিদ্ধান্ত আসছে না। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় কমিটি। এর আগে যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের নির্দেশনায় গত ১০ মার্চ একটি চিঠি দেওয়া হয় প্রতিটি জেলায়। চিঠিতে কীভাবে ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা কমিটি গঠন করা হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে চট্টগ্রাম মহানগর যুবলীগের যেহেতু আহ্বায়ক কমিটি রয়েছে। সেই কমিটির সম্মেলন করতে হবে। তবে কখন, কীভাবে সম্মেলন হবে এখনো নির্দেশনা দেওয়া হয়নি। শীর্ষ নেতাদের সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহ্বায়ক ও সংগঠক ফরিদ মাহমুদ বলেন, দীর্ঘ সময় যেহেতু নগর যুবলীগের সম্মেলন বা নতুন কমিটি হয়নি, সে ক্ষেত্রে এমন পরিস্থিতিতে সহসা কমিটি করার কোনো ধরনের সুযোগ নেই। তারপরও কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক কোনো নির্দেশনা থাকলে সেভাবে পালন করা হবে বলে জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, রমজান আসন্ন। নতুন করে শুরু হয়েছে করোনার প্রভাব। করোনায় নানামুখী রাজনৈতিক কর্মসূচিসহ নানা কারণে আবারও পিছিয়ে পড়ছে সম্মেলন বা নগর যুবলীগের কমিটি গঠনের তৎপরতা। এসব ছাড়াও রয়েছে নগর যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলও। দলীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল, চট্টগ্রাম সিটি নির্বাচনসহ নানা কারণে দীর্ঘ সাত বছর কমিটি হয়নি। এটি শুধু আহ্বায়ক কমিটিতেই সীমাবদ্ধ রয়েছে। তিন মাসের জন্য গঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি এখন আট বছর অতিক্রম করছে। নগরীর ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মাত্র পাঁচটি কমিটি। সেই পাঁচটি ওয়ার্ডের কমিটি নিয়েও রয়েছে বিতর্ক। ২০১৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক ও দিদারুল আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা পাঁচজনই প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। আট বছরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি আহ্বায়কদের অন্তর্কোন্দলে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রমও।
শিরোনাম
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
শিগগিরই হচ্ছে না চট্টগ্রাম মহানগর কমিটি
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর