করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সহসা নতুন কমিটি গঠন হচ্ছে না চট্টগ্রাম মহানগর যুবলীগের। যে কোনো সময় এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনাও আসছে বলে জানান সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম নগর যুবলীগের মেয়াদ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে নতুন কমিটি গঠনের বিষয়ে সহসা কোনো সিদ্ধান্ত আসছে না। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় কমিটি। এর আগে যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের নির্দেশনায় গত ১০ মার্চ একটি চিঠি দেওয়া হয় প্রতিটি জেলায়। চিঠিতে কীভাবে ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা কমিটি গঠন করা হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে চট্টগ্রাম মহানগর যুবলীগের যেহেতু আহ্বায়ক কমিটি রয়েছে। সেই কমিটির সম্মেলন করতে হবে। তবে কখন, কীভাবে সম্মেলন হবে এখনো নির্দেশনা দেওয়া হয়নি। শীর্ষ নেতাদের সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহ্বায়ক ও সংগঠক ফরিদ মাহমুদ বলেন, দীর্ঘ সময় যেহেতু নগর যুবলীগের সম্মেলন বা নতুন কমিটি হয়নি, সে ক্ষেত্রে এমন পরিস্থিতিতে সহসা কমিটি করার কোনো ধরনের সুযোগ নেই। তারপরও কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক কোনো নির্দেশনা থাকলে সেভাবে পালন করা হবে বলে জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, রমজান আসন্ন। নতুন করে শুরু হয়েছে করোনার প্রভাব। করোনায় নানামুখী রাজনৈতিক কর্মসূচিসহ নানা কারণে আবারও পিছিয়ে পড়ছে সম্মেলন বা নগর যুবলীগের কমিটি গঠনের তৎপরতা। এসব ছাড়াও রয়েছে নগর যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলও। দলীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল, চট্টগ্রাম সিটি নির্বাচনসহ নানা কারণে দীর্ঘ সাত বছর কমিটি হয়নি। এটি শুধু আহ্বায়ক কমিটিতেই সীমাবদ্ধ রয়েছে। তিন মাসের জন্য গঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি এখন আট বছর অতিক্রম করছে। নগরীর ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মাত্র পাঁচটি কমিটি। সেই পাঁচটি ওয়ার্ডের কমিটি নিয়েও রয়েছে বিতর্ক। ২০১৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক ও দিদারুল আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা পাঁচজনই প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। আট বছরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি আহ্বায়কদের অন্তর্কোন্দলে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রমও।
শিরোনাম
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
শিগগিরই হচ্ছে না চট্টগ্রাম মহানগর কমিটি
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর