করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সহসা নতুন কমিটি গঠন হচ্ছে না চট্টগ্রাম মহানগর যুবলীগের। যে কোনো সময় এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনাও আসছে বলে জানান সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম নগর যুবলীগের মেয়াদ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে নতুন কমিটি গঠনের বিষয়ে সহসা কোনো সিদ্ধান্ত আসছে না। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় কমিটি। এর আগে যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের নির্দেশনায় গত ১০ মার্চ একটি চিঠি দেওয়া হয় প্রতিটি জেলায়। চিঠিতে কীভাবে ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা কমিটি গঠন করা হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে চট্টগ্রাম মহানগর যুবলীগের যেহেতু আহ্বায়ক কমিটি রয়েছে। সেই কমিটির সম্মেলন করতে হবে। তবে কখন, কীভাবে সম্মেলন হবে এখনো নির্দেশনা দেওয়া হয়নি। শীর্ষ নেতাদের সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহ্বায়ক ও সংগঠক ফরিদ মাহমুদ বলেন, দীর্ঘ সময় যেহেতু নগর যুবলীগের সম্মেলন বা নতুন কমিটি হয়নি, সে ক্ষেত্রে এমন পরিস্থিতিতে সহসা কমিটি করার কোনো ধরনের সুযোগ নেই। তারপরও কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক কোনো নির্দেশনা থাকলে সেভাবে পালন করা হবে বলে জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, রমজান আসন্ন। নতুন করে শুরু হয়েছে করোনার প্রভাব। করোনায় নানামুখী রাজনৈতিক কর্মসূচিসহ নানা কারণে আবারও পিছিয়ে পড়ছে সম্মেলন বা নগর যুবলীগের কমিটি গঠনের তৎপরতা। এসব ছাড়াও রয়েছে নগর যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলও। দলীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল, চট্টগ্রাম সিটি নির্বাচনসহ নানা কারণে দীর্ঘ সাত বছর কমিটি হয়নি। এটি শুধু আহ্বায়ক কমিটিতেই সীমাবদ্ধ রয়েছে। তিন মাসের জন্য গঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি এখন আট বছর অতিক্রম করছে। নগরীর ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মাত্র পাঁচটি কমিটি। সেই পাঁচটি ওয়ার্ডের কমিটি নিয়েও রয়েছে বিতর্ক। ২০১৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক ও দিদারুল আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা পাঁচজনই প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। আট বছরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি আহ্বায়কদের অন্তর্কোন্দলে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রমও।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
শিগগিরই হচ্ছে না চট্টগ্রাম মহানগর কমিটি
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর