সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

যাত্রীদের ভিড় বাংলাবাজারে কমেছে দৌলতদিয়ায়

ঢাকা-চট্টগ্রাম পথে ট্রাক দেখলেই নারী-পুরুষের দৌড়াদৌড়ি

প্রতিদিন ডেস্ক

যাত্রীদের ভিড় বাংলাবাজারে কমেছে দৌলতদিয়ায়

ঈদের সপ্তাহ পার হয়ে গেলেও গতকাল ঢাকামুখী যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে মাদারীপুরের বাংলাবাজার নৌপথে -বাংলাদেশ প্রতিদিন

ঈদের সপ্তাহ পার হয়ে গেলেও গতকাল ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে। অন্যদিকে ভিড় কম ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। কয়েক স্থানে ঢাকামুখী মানুষের কমবেশি ভিড় ছিল। এছাড়াও ট্রাক দেখলেই শুরু হচ্ছে নারী-পুরুষের দৌড়াদৌড়ি। যেন রীতিমতো যুদ্ধ। কে কার আগে ট্রাকে উঠবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- মাদারীপুর : বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা গেছে। ছিল যানবাহনের চাপও। অনেক যাত্রী ফেরিতে উঠতে না পেরে পন্টুনে অপেক্ষমাণ থেকেছেন। রাজবাড়ী : দৌলতদিয়ায় সকালেও ঢাকামুখী মানুষকে ছুটতে দেখা গেছে। তবে চাপ কম ছিল। ফেরিঘাটে দেখা গেছে, ছোট যানবাহনে করে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে আসছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ রাজধানী অভিমুখে ছুটছেন। গাড়ি থেকে নেমে যাত্রীরা সরাসরি ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছেন। অন্যান্য দিনের চেয়ে ভিড় অনেকটা স্বাভাবিক অবস্থায় আসায় যাত্রীরা নির্বিঘ্নে ফেরিতে উঠতে পারছেন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর থেকে ঢাকা-চট্টগ্রামের যাত্রীদের ভিড় থাকলেও আগের দিনের চেয়ে গতকাল চাপ কম ছিল। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ট্রাক ও পিকআপ ভ্যানে ঢাকায় গেছেন সাধারণ মানুষ। কুমিল্লা : সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ, গৌরীপুর, শহীদনগর, হাসানপুর ও বলদাখাল এলাকায় ঢাকাগামী যাত্রীদের চাপ দেখা গেছে।

সাধারণ যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ১০০ থেকে ২০০ টাকায় পিকআপ ভ্যানে ঢাকায় গেছেন। অনেকে বেশি টাকায় মাইক্রোবাসে করে গেছেন।

সর্বশেষ খবর