সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দুদকের অভিযান

স্বাস্থ্য খাতে দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দায়িত্বরত হিসাবরক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে স্যালাইন বিতরণ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম। দুদক সূত্র জানায়, ২০১৯-২০ অর্থ বছরের এই টাকা আত্মসাতের অভিযোগে দুদক টিম জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত পরিচালকের সঙ্গে কথা বলেন। তিনি টিমকে জানান, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে শাস্তিস্বরূপ বদলি করা হয়েছে ও তার দুটি বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে। অভিযানের সময় দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। আরও কিছু নথিপত্র সরবরাহ জন্য অনুরোধ করেছে।

 অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর