বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বহিষ্কার ৩০ শিক্ষার্থী, ক্যাম্পাস খুলবে ২৭ নভেম্বর

চট্টগ্রাম মেডিকেল কলেজে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া আগামী ২৭ নভেম্বর বন্ধ ক্যাম্পাস খোলা হবে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে গত সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি অধ্যক্ষ বরাবরে প্রতিবেদন জমা দেয়। জানা যায়, কলেজে অতীতের মতো সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও ছাত্র হোস্টেলের সব সিট বরাদ্দ বাতিল করা হয়। তাছাড়া ছাত্রী হোস্টেল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, বহিষ্কৃৃতদের মধ্যে আট জনকে দুই বছরের জন্য, দুই জনকে দেড় বছরের জন্য এবং ২০ জনকে এক বছরের জন্য সব শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া অভিযুক্তের তালিকায় নাম থাকা সত্ত্বেও সঙ্গত কারণে মাথার হাড় ভেঙে যাওয়া মাহাদি জে আকিব এবং রক্তিম দে ও এনামুল হোসেনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় আট শিক্ষার্থীকে দুই বছরের জন্য, দুই জনকে দেড় বছরের জন্য এবং ২০ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সময়ে তারা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না। তাছাড়া ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অতীতের মতোই বন্ধ থাকবে।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর