বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় মসজিদ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শহরতলির চানপুরে সরকারি খাসজমিতে নির্মিত একটি মসজিদ ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে একটি মার্কেট বানানোর জন্য। কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বিষয়টি জানতে পেরে গতকাল মসজিদ ভাঙার কাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয়রা জানান, পাঁচথুবী ইউনিয়নের চানপুর মধ্যপাড়া এলাকাবাসীর অর্থায়নে প্রায় ৩০ বছর আগে বন্দিশাহী জামে মসজিদ নির্মাণ করা হয়। পাঁচ বছর আগে ওই মসজিদের পাশে নতুন আরেকটি মসজিদ হয়েছে। ফলে বন্দিশাহী জামে মসজিদটি পরিত্যক্ত হয়ে যায়। তিন দিন আগে মসজিদটি ভাঙা শুরু করেন এলাকার বিল্লাল হোসেন। মসজিদের স্থানে তিনি মার্কেট নির্মাণ করবেন। অভিযোগ প্রসঙ্গে বিল্লাল হোসেন বলেন, ‘বাবা-চাচারা ৩০ বছর আগে মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদটির জায়গাও আমাদের দেওয়া, এটা খাস জায়গা নয়। আমার বাবা-চাচারা জায়গাটি মসজিদের নামে ওয়াকফ্ করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। তাই এটা ভেঙে সেখানে একটি হাফিজি মাদরাসা ও এতিমখানা করার উদ্যোগ নিয়েছি। মসজিদের জায়গায় মার্কেট করার কথা মিথ্যা ও বানোয়াট।’

ইউএনও জাকিয়া আফরিন বলেন, ‘ওই মসজিদটি সরকারের এক নম্বর খাস খতিয়ানে থাকা সম্পত্তিতে নির্মিত। আমরা এর অনুমোদন দিইনি। তা সত্ত্বেও সরকারি সম্পত্তিতে থাকা মসজিদ কেউ এভাবে ভাঙতে পারেন না। খবর পেয়ে ভাঙার কাজ বন্ধ করে দিয়েছি। যারা ভাঙাছিলেন তারা কোন যুক্তিতে কাজটা করছিলেন তাদের কাগজপত্রসহ আমাদের কাছে ব্যাখ্যা করতে বলেছি।’ বিল্লাল জানান, প্রয়োজনীয় কাগজপত্র তিনি ইউএনওকে দেখাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর