রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

সেনাবাহিনী প্রধানের কক্সবাজারে বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি

সেনাবাহিনী প্রধানের কক্সবাজারে বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন কক্সবাজারের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন -আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। তিনি প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দিকনির্দেশনা দেন।

সেনাপ্রধান খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছালে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন বাস্তবায়নকারী ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান। এ সময় সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হবে।

এ সময় সেনাবাহিনীর পিএসও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩ হাজার ৮০৮টি পরিবারের পুনর্বাসনসহ এ জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করা এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পে পাইলিং ফাউন্ডেশন দিয়ে ১৩৯টি পাঁচ তলা ভবন নির্মাণ হচ্ছে। এ ছাড়া ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র, খেলার মাঠ, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ বিবিধ সুবিধা থাকছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি টাকা। যেখানে স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পাবে জলবায়ু উদ্বাস্তু ৩ হাজার ৮০৮টি পরিবার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর