খাদ্যবিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রাশিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ, বিশেষ করে গম ও সার—এই দুটি গুরুত্বপূর্ণ পণ্যের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করে। বর্তমানে দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, যার মধ্যে দেশীয় উৎপাদন মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোচালভ, খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিডি প্রতিদিন/জুনাইদ