দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাক চাপায় মানিক রহমান নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। এ ঘটনায় অপর ট্রাক চালক মঈনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক রহমান (২৬) চিরিরবন্দর উপজেলার দল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে। আহত ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮) ঠাকুরগাঁও রুহিয়া থানার সিরাজ উদ্দিন এর ছেলে এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ধান বোঝাই ট্রাক্টর ফুলবাড়ী থেকে আমবাড়ী অভিমুখে যাওয়ার পথে চাকার বিয়ারিং ভেঙে যায়। ওই মহাসড়কের ফুলবাড়ীর রাজারামপুর ফকিরপাড়া এলাকার উপর দাড়িয়ে মেরামত কাজ করছিলেন ট্রাক্টর চালক মানিক রহমান। এসময় একইদিক থেকে আসা একটি খালি ট্রাক ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান গুরুতর আহত হয়। এসময় ট্রাকের সামনে দিক দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাক চালক মঈনুল ইসলামও গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষনা করেন। অবস্থার অবনতি হলে ট্রাক চালক মঈনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় ট্রাক্টর চালক মানক রহমান নিহত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর ট্রাক চালক মঈনুল ইসলাম গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম