সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নারীর প্রতি সহিংসতা বন্ধে এলাকাভিত্তিক প্রকল্পের সুপারিশ

সংসদীয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

দেশে নারীর প্রতি সহিংসতা রোধ ও বিবাহ-বিচ্ছেদের সংখ্যা কমাতে কর্মজীবী দম্পতি নিয়ে এলাকাভিত্তিক প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

সভায় সদ্যবিবাহিত দম্পত্তি এবং দেশের সব কিশোর-কিশোরী ক্লাবগুলো নিয়ে প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণেরও সুপারিশ করা হয়। পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে সেলাই মেশিনের মতো ল্যাপটপ প্রদানের জন্যই নতুন প্রকল্প নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলাবিষয়ক অধিদফতর, শিশু একাডেমির মহাপরিচালকসহ বাংলাদেশ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর