বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

খুলনা সিটি করপোরেশনের বাজেট আজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নতুন করারোপ ছাড়াই খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রায় ৮৬১ কোটি টাকার বাজেট প্রস্তুত করা হয়েছে। করোনাকালে এটাই কেসিসির সবচেয়ে বড় বাজেট। এই বাজেটে পানি নিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট ও ফুটপাথ উন্নয়নে ৩২২ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় একটি প্রকল্পে ১০০ কোটি টাকা, কনজারভেন্সি খাতে ১৪ কোটি ও কভিড ডেঙ্গু প্রতিরোধে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ নগর ভবনে এই বাজেট ঘোষণা করবেন। জানা যায়, এর আগে ২০২১-২২ অর্থবছরে ৬০৮ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকার ও ২০২০-২১ অর্থবছরে ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার বাজেট লক্ষ্যমাত্রা ঘোষণা করে কেসিসি। অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আজম বলেন, এই দুই অর্থ বছরে কেসিসির বাজেট বাস্তবায়নের হার বেড়েছে।

 ২০২১-২২ অর্থবছরে ৭৪.১২ ও ২০২০-২১ অর্থবছরে ৭১.৮৭ শতাংশ বাজেট বাস্তবায়িত হয়।

 তবে ২০১৯-২০ অর্থবছরে ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হলেও তা’ মাত্র ৬৭.৩২ শতাংশ বাস্তবায়িত হয়। মন্ত্রণালয়ের অর্থ ছাড়ে ধীরগতি এবং করোনাসহ নানান সংকটে ওই অর্থবছরে বাজেট পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এদিকে চলতি অর্থবছরে বাজেটের আকার বৃদ্ধির কথা জানিয়ে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নির্মাণ ও পুনঃনির্মাণ, খাল খননসহ বাস্তবভিত্তিক অনেক প্রকল্প নেওয়া হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা, কভিড, ডেঙ্গু ও বর্জ্য ব্যবস্থাপনার খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, করোনা সংক্রমণে উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বিঘ্ন ঘটালেও বর্তমানে নগরজুড়ে কর্মযজ্ঞ চলমান রয়েছে। সিটি মেয়র বলেন, অনেক প্রতিকূলতা-চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। করোনা মহামারি, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, যুদ্ধের কারণে প্রতিকূল  বৈশ্বিক পরিস্থিতি উন্নয়ন কাজে বাধার সৃষ্টি হচ্ছে। সামগ্রিক এ সব পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করা হবে বলে সিটি মেয়র দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধিসহ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন সিটি মেয়র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর